জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ২য় রাউন্ড

263

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে, জাতীয় টেলিভিশন আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ এর দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। টেলিভিশন স্টুডিওর বাইরে সরাসরি দর্শকের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ী ২৬টি দল নিয়ে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়।
দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়া দলগুলো হলো-ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, অংকুর সোসাইটি বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী স্কুল, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, রাংগুনিয়া বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মডেল হাইস্কুল, বাবুরহাট উচ্চ বিদ্যালয় চাঁদপুর, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ লক্ষীপুর, বি এল সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া জিলা স্কুল, কুমিল­া জিলা স্কুল, কুমিল­া মডার্ণ হাইস্কুল, সামসুল হক খান স্কুল ঢাকা, কুষ্টিয়া জিলা স্কুল।
প্রথমদিন অনুষ্ঠিত ছয়টি বিতর্কে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার, অধ্যাপক ড. অলক পাল, সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফ চৌধুরী ও এমএএস ইন্টিমেটস বাংলাদেশের ব্যবস্থাপক (এইচআর) কশসাফুল হক শেহজাদ। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রযোজক নাট্যজন শেখ শওকত ইকবাল, প্রতিযোগিতার পরিকল্পনাকারী দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, প্রধান সমন্বয়কারী কাজী আরফাত, যুগ্ম সমন্বয়কারী মুন্না মজুমদার ও সৌরভ নাথ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের ৪৮টি স্কুল অংশগ্রহণ করে। আগামী ৪ নভেম্বর প্রি-কোয়ার্টার, ৫ নভেম্বর কোয়ার্টার ফাইনাল ও ৬ নভেম্বর সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি