‘জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন’

83

পাথরঘাটা আওয়ামী পরিবার :
১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪ জাতীয় নেতাকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে ঘাতকরা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশের উন্নয়ন ও প্রগতির চাকাকে পেছনে ঘোরানোর চেষ্ঠা করে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু বাস্তাবে তারা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে তার স্বাদ বাংলার ঘরে ঘরে পৌছে দেয়া। গত ৪ নভেম্বর পাথরঘাটা আওয়ামী পরিবার কর্তৃক আয়োজিত জেলা হত্যা দিবস ও মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে পাথরঘাটাস্থ আবু তালেব চৌধুরী বাড়ি প্রাঙ্গণে বিকাল ৪ ঘটিকায় ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিলীপ কান্তি রুদ্র’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য্য, আব্দুস সালাম, মাস্টার জসিম উদ্দিন, দীপঙ্কর চৌধুরী কাজল। এসময় আরও বক্তব্য রাখেন পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইদ্রিস, এড. তপন কুমার দাশ, মোঃ আবু বক্কর, ওমর ফারুক, প্রকাশ জৈন, এড. উজ্জ্বল দাশ, উত্তম দাশ, সাধন দাশ, পুলক খাস্তগীর, এনামুল হক এনাম, যুবলীগ নেতা সুফি মুহাম্মদ দিদারুল আলম, আফজাল হোসেন আজু, মঈনুল আলম মাঈনু, শুভ দাশ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন মানিক, শওকত ওসমান তানজির, শুভ দাশ, মোঃ রাকিব, সৌরভ দেওয়ানর্জী, দেব জয় দে, ইসতিয়াক জামি প্রমুখ।
গোসাইলডাঙ্গা ওয়ার্ড আ’লীগ :
চট্টগ্রাম মহানগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ’লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জহুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, বন্দর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ। সভা পরিচালনা করেন, ওয়ার্ড আ’লীগের যুগ্ম আহবায়ক মো.মোরশেদ আলী। বক্তব্য রাখেন, আলহাজ্ব ফরিদ আহম্মদ কন্ট্রা:, আলহাজ্ব আব্দুস সালাম, হাজ্বী কামাল উদ্দীন ইসহাকী, হাজ্বী কামাল উদ্দিন কোম্পানি, দুলাল শীল, হাজ্বী আজাদ হোসেন, মো. ইউছুফ আলী, দেলোয়ার হোসেন, হাজ্বী আবুল কালাম, হাজ্বী মো: নাছির, হাজ্বী মো: রফিক, দেলোয়ার হোসেন তাহের, হাজ্বী মাহমুদুর রহমান, হাশমত আলী, জসীম উদ্দিন, বিধান আচার্য্য, সবুজ মল্লিক, গণি দোভাষ, আব্দুস সাত্তার, নুরুদ্দীন জাহেদ রাজু, সোলায়মান বাচ্চু, মিজানুর রহমান, টিসু মল্লিক, মোক্তার আহমদ, মো. নাসিরউদ্দিন, মো. মহিউদ্দিন, কায়সার তালুকদার, মো. মিয়া মাসুদ, মো. শাহাবুদ্দিন, মো: সাগির, আরমান হোসেন, আনোয়ার হোসেন, আলী আজম, মো. শামীম, দিদারুল আলম প্রমুখ।
বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম :
বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে জেলহত্যা দিবসে শহীদদের স্মরণে এক আলোচনা সভা গত ৩ নভেম্বর নগরীর এক রেঁস্তোরায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় চারনেতা হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কময় অধ্যায় রচিত হয়। এই জঘন্য হত্যাকান্ডের তীব্র নিন্দার ভাষা আমাদের জানা নাই। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক স্বপন কুমার দাশ, সংগীত পরিচালক শংকর দে, রাজনীতিক স্বপন সেন, মহিলা সম্পাদক শব্দ সৈনিক পূর্ণিমা দাশ, সংগীত বিষয়ক সম্পাদক অচিন্ত্য কুমার দাশ, প্রণব রাজ বড়ুয়া, বাবলা দাশ, কণ্ঠশিল্পী দেবরাজ দত্ত ডেভিড, কণ্ঠশিল্পী রেখা বড়ুয়া, কামাল হোসেন, রেজাউল করিম, কণ্ঠশিল্পী শরিফা ইয়াসমিন, ফরহাদ হোসেন, হাসিনা আক্তার প্রমুখ।
পোর্ট কলোনি :
গত ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর এলাকার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এর যৌথ উদ্যোগে পোর্ট কলোনির মাঠে যুবনেতা সালাউদ্দিন বাবরের সভাপতিত্বে ও হৃদয় কুমার দাশের সঞ্চালনায় জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু। এতে উপস্থিত ছিলেন বন্দর সিবিএ’র ভারপ্রাপ্ত সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মোস্তফা ফরিদুর রেজা, আশিষ কান্তি মুহুরী, মো: নজরুল ইসলাম ভূঁইয়া, আমজাদ হোসেন টিপু, ফরহাদ আবদুল্লাহ, রবিউল আউয়াল, মিন্টু, সহিদুল ইসলাম, মো: ইসমাইল, মাহমুদুল হাসান শিপন, জহির রায়হান, ওমর ফারুক, সোহেল রানা, রমজান আলী, কায়সার, যুবায়ের হোসেন অভি, মাহমুদুর রহমান বাপ্পী, আবু নাসের জুয়েল, রতন কান্তি, হাসেম, প্রণব নাথ, রাসেদুল আলম ইমু, সাইফুল ইসলাম, জামাল হোসেন, রিয়াদ মাহমুদ, তুহিন, বেলায়েত, রাজু, পলাশ দাশ, মিনহাজ বাবু, জীবন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার নীলনক্সা বাস্তবায়নের অংশ হিসেবে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করে বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে নেতৃত্বশূন্য করার পাঁয়তারা হয়েছিল।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতাকে ৩ রা নভেম্বর কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যার ঘটনাকে ১৫ই আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে ২য় ন্যাক্কারজনক ঘটনা। জাতীয় ৪ নেতার মুত্যু অবধারিত জেনেও বঙ্গবন্ধুর হত্যাকারী তথা স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ ও মাথানত করেননি। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি কর্তৃক আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও যুগ্ম-আহব্বায়ক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন মন্ত্রী মরহুম জহুর আহম্মদ চৌধুরী র সন্তান শরফুদ্দীন চৌধুরী রাজু। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য হাসান মোঃ আবু হান্নান, আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, জয়নুদ্দীন জয়, মোঃ সাইদ রানা শিমুল, সাইফুল্লাহ মাহমুদ, সৈয়দ আল মাসুদ, কাউসার চৌধুরী, খাজা মাইনুদ্দীন, হারুনুর রশিদ, মোঃ সালাহউদ্দীন, ইব্রাহীম বাদশা, পপি আক্তার, ছগির আহম্মদ প্রমুখ । বিজ্ঞপ্তি