জাতীয় অ্যাথলেটিকসের পর্দা নামলো ২১ টি স্বর্ণ পদক নিয়ে চ্যাম্পিয়ন নৌবাহিনী

59

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি করর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুজিব বর্ষ উপলক্ষ ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২০ গতকাল ১৯ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টায় বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ফারুকুল ইসলাম।
বাংলাদেশ নৌবাহিনী ২১ টি স্বর্ণ, ১৮ টি রৌপ্য এবং ০৮ টি ব্রোঞ্জ সহ মোট ৪৭টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান নিয়ে এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১৪ টি স্বর্ণ, ১৪ টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ সহ মোট ৪২টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ০১ টি স্বর্ণ, ০১ টি রৌপ্য ২টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছেন আনসার ভিডিপি।
তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতাকে সুষ্ঠ ও সুন্দরভাবে সাফল্য মন্ডিত করে সমাপ্তি করার জন্য ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা, বিশেষ করে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে, রাষ্টীয় পুরষ্কার প্রাপ্ত ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ, অফিসিয়াল, জাজ, আম্পায়ার, অংশগ্রহণকারী সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড, অ্যাফিলিয়েটেড সকল বাহিনী, টিম ম্যানেজার, অ্যাথলেটসহ সংশ্লিষ্ট সকল কে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।