জাতির পিতার আদর্শ বাস্তবায়নে নিঃস্বার্থ ও ত্যাগী কর্মী প্রয়োজন

46

চারনেতা স্মৃতি পরিষদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা, খতমে কোরআন, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ। ১৫ আগস্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয় মকবুল ভবনে। সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সহ-সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। পরে হাফিজুর রহমান জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান জাগির আহমদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের মধ্যে হাজী শাহাদাত হাসান, নিজামউদ্দিন নাজের ক্যাপ্টেন (অব.), লায়ন এম.এ নেওয়াজ, নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির পিতা ও তাঁর পরিবার পরিজনের রক্ত ঋণ শোধ করতে হলে বাংলার ঘরে ঘরে মুজিব আদর্শ সুপ্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে নিঃস্বার্থ ও ত্যাগী কর্মীর প্রয়োজন।


সারজা ইউএই আওয়ামী যুবলীগ
১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে সকল আওয়ামী পরিবারকে বিভেদের রাজনীতি হতে বিরত থাকতে হবে। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ১৬ আগস্ট সারজা হুদায়বিয়া রেস্টুরেন্ট হলরুমে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ইউএই কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী শিবুর সঞ্চালনায় আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আইয়ুব আলী বাবুল, বঙ্গবন্ধু পরিষদ আজমান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সমিতি সারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল গণি চৌধুরী, ইউএই কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম শফিকুল ইসলাম শফি, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, টাঙ্গাইল মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল উদ্দিন, ইউএই কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আলী, হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য সায়েম উদ্দিন, ইউএই যুবলীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, সারজা যুবলীগের সভাপতি এনামুল হক, ফুজিরাহ যুবলীগের সভাপতি ফরিদুল আলম, দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল, স্বেচ্ছাসেবক লীগ ইউএই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হানিফ সিকদার, সারজা যুবলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, আবুধাবী যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার রানা, ফুজিরাহ যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, দুবাই যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম চৌধুরী, সারজাহ যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দুবাই যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আবু চৌধুরী, দুবাই সোনাপুর যুবলীগের সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, আল কোজ যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ দুবাই, আবুধাবী, সারজা, আল আইন, ফুজিরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল খোয়াইন, আজমান যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-ইউএই প্রতিনিধি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ বঙ্গন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ আগষ্ট ১০নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় শোক দিবসের আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার কো- চেয়ারম্যান ১০নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক পরিষদের সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা এম এ মান্নান শিমুল, আকবর শাহ থানা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান, ১০নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা প্রদীপ দেবনাথ, মাহফুজুর রহমান, আফছারুল আলম, সাইদুর রহমান পুতুল, শংকর দাশ প্রমুখ।