জাতির জনক বঙ্গবন্ধুকে অনুসরণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে

36

কর্ণফুলীর শিকলবাহাস্থ কালারপোল ওমরা মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে অনুসরণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। যথাযথ শিক্ষা গ্রহণ করে সকলকে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে। একটি দেশকে এগিয়ে নিতে হলে স্কুল জীবন থেকে নিজেকে গড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছিলেন। এ কারণে দেশের মানুষকে পাকিস্থানীদের কবল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। গত শনিবার দুপুরে স্কুলের মিলনায়তে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ বিকম, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমদ, স্কুল পরিচালনা পরিষদের সদস্য শামসুদ্দিন চৌধুরী, রাবেয়া খাতুন, মাহবুব আলী খাঁন, আবদুস সবুর। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ মালেক, শিক্ষক মোখলেছুর রহমান, কাঞ্চন কুমার চৌধুরী, রতন সূত্রধর, রিটন নাথ, টিংকু দে, প্রাক্তন ছাত্র এম এ রহিম প্রমুখ। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।