জাতির অর্থনৈতিক মুক্তির কাজটি শেষ করতে হবে

26

বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপি বলেছেন, মানুষের কল্যাণে কাজ করে গেছেন আতাউর রহমান খান কায়সার। কায়সার ভাইরা ক্ষণজন্মা পুরুষ। তারা মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছেন কায়সার ভাই ছিলেন সে স্বপ্নের সারথী। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ^স্ত সহকর্মী হিসেবে কাজ করেছেন আমৃত্য। রাজনীতির অনুসরণীয় ও অনুকরণীয় একজন পুরুষ ছিলেন তিনি।
গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর এলজিইডি অডিটরিয়াম মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন এবং অর্থনৈতিক মুক্তির কাজটি করার জন্য আমরা বেঁচে আছি। তাই অর্থনৈতিক মুক্তির কাজটি আমাদের শেষ করতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী অনুপ্রাণিত করছেন আমাদের। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রবৃদ্ধি জিডিপি’র হাত উচ্চতর এর দিকে। অর্থনৈতিকভাবে দেশ অনেকদূর এগিয়ে গেছে। একটি শক্তি এ দেশকে আবারো পিছনে নিতে চায়। তাদের প্রতিহত করতে কাজ করতে হবে আমাদের। যারা যুবলীগ ও ছাত্রলীগ করে তাদের দায়-দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। যারা অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে তারা সফল হবে না। দেশপ্রেমিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীরাই সফল হবে।
প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগ নেতাদের ত্যাগের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ওয়ান ইলেভেন সময়ে কায়সার ভাইয়ের অনেক অবদান আছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যখন অনেকেই চুপ ছিলেন তখন নেত্রীর মুক্তির দাবি জানিয়েছেন কায়সার ভাই। রাজপথে থেকেছেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ সালাম, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, আলতাফ হোসেন বাচ্চু, এড. আ.ক.ম সিরাজুল ইসলাম, আবু সাঈদ, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক বদিউল আলম, উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাহ্জাদা মহিউদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা খানম লুবনা প্রমুখ।
প্রসঙ্গত, রাজনৈতিক জীবনে আতাউর রহমান কায়সার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, রাষ্ট্রদূত, এমএনএ ও গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।