জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার মানববন্ধন

440

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উপদেষ্টা ও বায়েজিদ থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী ও সংগঠক উজ্জ্বল কুমার দেওয়ানজীকে দুষ্কৃতিকারীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ১৮ অক্টোবর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এড. শৈবাল শীলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক টিটু শীলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা ও ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন কান্তি শর্মা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য হাজী মোহাম্মদ ইব্রাহিম, নগর ও নাগরিক-চট্টগ্রাম এর সহ-সভাপতি মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উপদেষ্টা রেজাউল করিম নয়ন। বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ নেতা রুবেল কান্তি দে, উজ্জ্বল মল্লিক, জুয়েল আইচ, আদিত্য শীল, এড. হিরু সুশীল, ক্লিনটন নাথ, সমীর শীল, লিটন দে, রানা দাশ, লিটু সুত্রধর, চট্টগ্রাম জেলা দেবী পরিষদের সভাপতি পূজা তালুকদার ও সাধারন সম্পাদক দৃষ্টি দে। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বায়েজিদ থানা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল দে, গোপাল দাশ, দিলীপ মুহুরী, বিষু মুহুরী, বিজন বিশ্বাস, রতন নাথ, সুধীর চৌধূরী, বাসু নাথ, প্রণব আচার্য্য, শিমুল আচার্য্য, বাবলু আচার্য্য, দেবপ্রসাদ আচার্য্য, অজয় দাশ, রুবেল বসু, তানসেন রায়, সঞ্জিত চৌধুরী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা শিক্ষানুরাগী ও সংগঠক উজ্জ্বল কুমার দেওয়ানজীকে প্রাণনাশের হুমকিদাতা দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বিজ্ঞপ্তি