‘জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সচেতনতা প্রয়োজন’

95

চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনের ২০ হাজার কোটি টাকা বরাদ্দ প্রদানের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ২০১৭ইং সালের ৯ জুন তৎসময়ের দায়ীত্বরত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুম আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মরকলীপির প্রদানের প্রেক্ষিতে ৯ জুলাই ২০১৭ইং তারিখে প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে ৫ হাজার ৬ শত ১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন সেই বরাদ্দের প্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারীং কন্সট্রাকশন ব্রিগেডের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে। চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে কখন মুক্ত হতে পারবে সেই বিষয় নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের এর নেতৃত্বে গত ২৪ জুলাই দামপাড়াস্থ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারীং কন্সট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক এবং প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মোজাহের সিদ্দিকীর সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে চট্টগ্রাম নাগরিক ফোরমের বিভিন্ন কর্মকান্ড ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন তুলে ধরার পর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মোজাহের সিদ্দিকী আন্তরিকতার সহিত গ্রহণ করেন এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের কর্মকান্ডের প্রতি আন্তরিকতা প্রকাশ করেন। ব্রিগেডিয়ার জেনারেল চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দদের মাধ্যমে চট্টগ্রাম নগরবাসীর প্রতি অনুরোধ ক্রমে জানান যে, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরবর্তীতে যেন পুনরায় জলাবদ্ধতা সৃষ্টি না হয় তার জন্য নগরবাসীর সচেতনতার প্রয়োজন রয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপ করা বিশেষ করে ক্ষতিকারক প্লাস্টিক খাল এবং নালাতে ফেলে বৃষ্টির পানির সাভাবিক চলাচলের পথ রোধ করা অত্যন্ত দু:খজনক। অন্যদিকে নালা এবং খাল অবৈধভাবে দখল করে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের প্রতিও অনুরোধ রইল চট্টগ্রাম নগরীর বৃহত্তর স্বার্থে যেন অবৈধ দখলকৃত জায়গা সমূহ ছেড়ে দেন। চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে আগামী ৩১ শে জুলাই চট্টগ্রাম প্রেসক্লাব ভবনস্থ বঙ্গবন্ধু হল’এ কনভেনশনে অংশগ্রহণের জন্য ফোরামের পক্ষ থেকে আহবান জানালে ব্রিগেডিয়ার সাহেব সানন্দে তা গ্রহণ করেন। মত বিনিময়ে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, যুগ্ম মহাসচিব ডা. নাহিদা খানম শিমু ও তসলিম খাঁ। বিজ্ঞপ্তি