জলবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আহব্বান

25

জলবদ্ধতা নিরসনের দাবীতে ২০১৫ সাল হতে চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আসছে। ২০১৭ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে ৫ হাজার ৬ শত ১৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের টাকায় জলবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণে তারা ব্যর্থ হয়েছে। অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরী পানির নিচে তলিয়ে যাচ্ছে। জলবদ্ধতার কারণে নগরবাসীর জনজীবন অচল এবং স্বাভাবিক জীবনযাপন বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতি হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএ সহ সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে জরুরী ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় এসব কথা বলেন বক্তারা। সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. কামাল উদ্দিন। জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনপূর্বক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানিয়ে বক্তব্য দেন ডা. নাহিদা খানম শিমু, আকরাম হোসেন, কাজল প্রিয় বড়ুয়া, মো. আলী, শাহানা আকতার, মো. জিয়া, মো. সাইফুল প্রমুখ। বিজ্ঞপ্তি