জর্ডানে পানির নিচে সামরিক জাদুঘর

17

আকাবা উপকূলে নিজেদের প্রথম সাগরতলের সামরিক জাদুঘর উদ্বোধন করেছে জর্ডান। বুধবার এক অনুষ্ঠানে বাদশা শাসিত রাষ্ট্রটি বেশ কয়েটি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও হেলিকপ্টার ডুবিয়ে এ বিশেষ জাদুঘরটি চালু করেছে বলে জানিয়েছে বিবিসি। লোহিত সাগরের একটি মগ্ন প্রবাল প্রাচীরে যুদ্ধ সজ্জার অনুকরণে সামরিক যানগুলো সাজানো হয়েছে। এটি পর্যটকদের একটি ‘নতুন ধরনের’ জাদুঘরের অভিজ্ঞতা দিবে বলে আশা স্থানীয় কর্তৃপক্ষের।
এই জাদুঘরের সঙ্গে ‘খেলাধুলা, পরিবেশ ও প্রদর্শনীও’ যুক্ত থাকবে বলে আকাবা স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ (এএসইজেডএ) জানিয়েছে।
সামরিক যানগুলো ডুবানোর আগে সেগুলো থেকে সব ক্ষতিকর পদার্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। পর্যটকরা গ্লাসের মেঝেওলা বোট, স্কুবা ডাইভিং ও ডাইভিং মাস্ক পরে পানির ভিতরে সাঁতার কেটে জাদুঘরটিতে যেতে পারবে। লোহিত সাগরের উত্তরাঞ্চলীয় অংশের প্রবাল প্রাচীর পর্যটকদের একটি প্রিয় গন্তব্য।