জমিয়তুল মোদারেছীনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

44

জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলা শাখার মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার রাউজান মহিলা আলিম মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দীকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনের সাধারণ সম্পাদক আল্লামা মুফাচ্ছির ইউনুচ রেজভীর পরিচালনায় বক্তব্য রাখেন গহিরা এফ.কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম নঈমি, অধ্যাপক হাফেজ আল্লামা আবদুল হাই, মাওলানা আবদুল মান্নান, অধ্যক্ষ আজিজুল হক, আল্লামা হাফেজ শাহালম, সুপার মিজবাহ উদ্দিন, অধ্যাপক লিয়াকত আলী, সুপার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, শিক্ষক মুহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক ওসমান গনি, দপ্তর সম্পাদক মহাম্মদ শওকত হোসাইন, হিসাব নিরক্ষক নাসির উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন তালুকদার, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। মোনাজাত করেন অধ্যক্ষ আল্লামা আমির আহাম্মদ আনোয়ারী। এতে ৪র্থ শ্রেনীর ২১ জন ও ৭ম শ্রেনীর ২৫ জনের হাতে পুরস্কারের নগদ টাকা ও সনদ তুলে দেন প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ। উল্লেখ্য, ২০১৮ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় ৩৬৪ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন।