জমির দলিল জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

43

জমির দলিল ও খতিয়ান জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালত এলাকার দোয়েল ভবনের নিচ তলায় একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া সিলমোহর, জাল দলিলপত্র ও খতিয়ানসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. হাবিবুল্লাহ (৫৬) ও মো. ইউসুফ (৪২)।
নগর পুলিশের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়েল ভবনের ১৬ নম্বর দোকানে গোয়েন্দা পুলিশের উত্তর জোনের একটি দল অভিযান চালায়। সেখান থেকে একটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, জাল দলিলাদি ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলার ভূমি রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৭৫টি সিলমোহর জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভূমি রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার কর্মকর্তাদের সিলমোহর ব্যবহার করে জমির জাল খতিয়ান, নামজারি ও রেজিস্ট্রি দলিল সৃজন করতেন। রাতে মামলা দায়েরের পর তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।