জবলে পাথার

64

শীত এলেই চন্দ্রাহতের ঝলসানো ত্বকে ফোসকা ফুটে
জলপাই তেলের লেপনেও অনমনিয় ত্বকে চঞ্চানি জ্বলন যায়না
ঈশ্বরের রূপে তুরপাহাড় পোড়ে হয় চোখের পবিত্র সুরমা
আমার পোড়া কলবের কি হবে গো খোদা?
জিকির করি পিরিতির সুরে পড়ি সখির নামে
পাথর মানবী হেঁটে যায় আমার দুয়ার দিয়া
আমি তার চলনের ঠাট রূপের বাহার দেখিতে
দেখিতে
আমার চোখের মণি আজ হজ্বরে আসোয়াদ
আমার এ দেহখানা জবলে পাথার।