জন্ম নিয়ন্ত্রণ করবে কানের দুল, নাকের দুল, আংটি

162

বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে জন্ম নিয়ন্ত্রনের নানা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। নিত্য নতুন বিভিন্ন পদ্ধতির জন্ম দিচ্ছেন বিজ্ঞানীরা। তবে জন্ম নিয়ন্ত্রণের জন্য এবার বাড়তি কোনো কাজ করতে হবে না। আপনার আংটি, কানের দুল, নাকের দুলেই জন্ম নিয়ন্ত্রণ হবে। নিত্যব্যবহৃত এসব গহনায় লাগানো থাকবে নির্দিষ্ট হরমোন।
ত্বকের সংস্পর্শে এলেই সেই হরমোন মিশে যাবে রক্তে। এই হরমোনই জন্ম নিয়ন্ত্রণ করবে। শুকরের ওপর পরীক্ষা চালিয়ে এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির এক দল গবেষক। ওই দলের অন্যতম গবেষক মার্কের মন্তব্য, ‘গয়না পরা মেয়েদের স্বভাব। এটা তাদের নিত্যদিনের অভ্যাস। তাই যারা সন্তান চান না, তারা ঝঞ্ঝাটহীন এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে উৎসাহী হবেন।’ মানুষের ওপর তাদের পরীক্ষা উতরে গেলেই মহিলাদের এই জন্ম নিয়ন্ত্রক বাজারে আসতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, যেভাবে তারা গোটা প্রক্রিয়াটি তৈরি করেছেন, তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা খুবই কম।