জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা

16

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরি পরিষদের সভা গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের কার্যকরি সভাপতি ডা. মনতোষ ধরের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রতন আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে। সভায় বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ ও অ্যাড. চন্দন তালুকদার, বর্তমান সহ-সভাপতি সাধন ধর, পরেশ চন্দ্র চৌধুরী, যুগ্ম সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, কার্যকরি সদস্য অধ্যাপক বনগোপাল চৌধুরী, হিল্লোল সেন উজ্জ্বল। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন দপ্তর সম্পাদক লিটন নন্দী। সভায় উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি দিলীপ দাশ, যুগ্ম সম্পাদক লায়ন তপন কানিমশ দাশ, ডা. বিধান মিত্র, রবিশংকর আচার্য্য, সাংগঠনিক সম্পাদক ডা. কথক দাশ, পরিষদ কর্মকর্তা শিবু প্রসাদ দত্ত, সুভাষ চন্দ্র দাশ, সলিল কান্তি গুহ, লিটন কান্তি দত্ত, অ্যাড. টিপু শীল জয়দেব, কানুরাম দে, শিপ্রা চৌধুরী, প্রকৌশলী সুভাষ গুহ, কাজল কর, বিভূ ধর, রিটন চৌধুরী, ডা. বিজন কান্তি নাথ প্রমুখ। সভায় ১৪২৭ বাংলার জন্মাষ্টমী ও রাস উৎসবের হিসাব উপস্থাপন, অনুমোদন ও বর্তমান কমিটির মেয়াদ আগামী দ্বি-বার্ষিক সম্মেলন পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।