জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে স্মরণ

63

 

দক্ষিণ আগ্রাবাদ যুবলীগ-ছাত্রলীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক হাসান মুরাদ সেলিমের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগ নেতা ইফতিয়াজ সাইদ সরদার সাইমন ও নগর ছাত্রলীগ সদস্য জালাল আহমেদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, হাজী শাহ আলম, মো. ইব্রাহিম হোসেন বাবুল, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আকতার হোসেন, আব্দুল আজিম জনি, মো. আমিন, জাহাঙ্গীর আলম, মো. মুজিব, শিবলু, মো. জসিম, সাহেদ, মো. জাকির হোসেন, মাসুদ রানা, জনি প্রমুখ।
বটতলী এয়াকুবিয়া দাখিল মাদ্রাসা : আনোয়ারার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ছালেহ আহমদ চৌধুরী হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সালাহদ্দিন আহমদ চৌধুরী লিপু। মাদ্রাসা সুপার মাওলানা মো. হাশেমের রশিদ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. তৈয়ব, সিরাজুল ইসলাম, আবদল গফুর ও হাবিবুর রহমান। বক্তব্য দেন সহ সুপার মাওলানা মো. ইলিয়াছ, সিনিয়র শিক্ষক বদিউল আলম চৌধুরী, মো. হেফজুর রহমান, মো. আজম উদ্দিন নুরী, মো. ওমর ফারুক বাবু, মাওলানা ওসমান গণি, মাওলানা খুরশীদ আহমদ, মাওলানা মো. বাহার, মো. রমিজ উদ্দিন, শিক্ষিকা জেসমিন আক্তার, শাহিদা বেগম ও মিসকাতুন নেছা প্রমুখ। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন মাওলানা নেছার আহমদ হাবিবী।
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শফিউল আজম শেফু। বক্তব্য দেন যুবলীগ নেতা আব্দুল করিম, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশীষ নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ। শিক্ষার্থী সাইরিন আকতার ও মুমু চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন জমিউল হুদা সোহেল, লিটন ধর। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী অর্পা সেন, অর্পিতা, পুষ্পিতা, বৃষ্টি, নাজমা, উম্মে হাবিবা, তনুশ্রী, টিসা ধর, শান্তা। অনুষ্ঠানের শুরুতে চিত্রাংকন ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।