জন্মদিনে সারপ্রাইজ দিলেন অক্ষয় কুমার

176

নব্বই দশকের অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক সাড়া জাগিয়ে ছিলেন বলিউডের নায়ক অক্ষয় কুমার। এরপর ধীরে ধীরে নানান চরিত্রে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা ৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে পা রাখলেন। ১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার। তার আসল নাম রাজিব ভাটিয়া। তার বাবার নাম হরি ওম ভাটিয়া। তিনি ছিলেন একজন আর্মি অফিসার। বাবার নামেই নিজের প্রডাকশন হাউজের নাম দিয়েছেন অক্ষয়।
জন্মদিনে কোটি কোটি ভক্তের শুভেচ্ছায় ভাসছেন অক্ষয় কুমার। জন্মদিনকে ভক্তদের বিষেশ এক সারপ্রাইজ দিলেন তিনি। কী সেই সারপ্রাইজ? অক্ষয় কুমার জানালেন, এবার যশ রাজ ফিল্মসের ব্যানারে যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছে তিনি। ক্যারিয়াবে খুব বেশি ঐতিহাসিক গল্পের ছবিতে অভিনয় করেননি অক্ষয়। তাই অক্ষয়ের ভক্তদের জন্য এটা অবশ্যই বিশেষ চমক। অক্ষয়ের জন্মদিনেই ছবিটির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা।
ছবিটি পরিচালনা করবেন ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। পৃথ্বীরাজের চরিত্রে ভরপুর অ্যাকশনও থাকবে। ছবিটিতে পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার ভূমিকায় অভিনয় করার কথা প্রাক্তন মিস ওয়র্ল্ড মানুষী চিল্লরের। অক্ষয় কুমার বলেন, ‘নতুন ছবির ঘোষণাটি আমার কাছে খুবই স্পেশ্যাল। এটা চৌহানের বীরত্ব ও শৌর্যকে মানুষের সামনে নিয়ে আসার এক বিনীত প্রয়াস। ভারতের এমন এক নির্ভিক রাজার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ খুশি লাগছে। আমাদের সেই সব মানুষের কথা মানুষের সামনে নিয়ে আসা যারা দেশের জন্যে নিজেদের উত্সর্গ করেছিলেন। সত্যি কথা বলতে ছবিটির খবর আমার জন্মদিনে সামনে আসায়, এই দিনটা আরও স্পেশাল হয়ে উঠলো।’