জনপ্রতিনিধিদের কাছে হতদরিদ্রদের জন্য শিল্পপতি সুকুমার চৌধুরীর ত্রাণ হস্তান্তর

41

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌরাঙ্গ নিকেতন’র চেয়ারম্যান শিল্পপতি সুকুমার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে মরণঘাতী করোনা ভাইরাসের কারণে নগরীতে কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের কাছে বিতরণের জন্য জনপ্রতিনিধিদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। গত ২০ মে ঐক্য পরিষদ মহানগরীর ব্যবস্থাপনায় কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কাউন্সিলর নীলু নাগ, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. সালাহউদ্দিন, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্তের প্রতিনিধিদের কাছে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, মিষ্টি কুমড়া। উল্লেখ্য, নগরীর প্রত্যেক ওয়ার্ডে জনপ্রিতিনিধিদের কাছে পর্যায়ক্রমে দরিদ্রদের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। এ ব্যাপারে উদ্যোক্তা শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মেনে নগরীর অসহায় মানুষগুলোর জন্য জনপ্রতিনিধিদের কাছে এসব ত্রাণ হস্তান্তর করা হয়েছে। ঈদ উপলক্ষে আগামী এক সপ্তাহ ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। জুনের শুরু থেকে আবারও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়ে করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত শ্রমজীবী ও হতদরিদ্রদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। নগরবাসীর প্রতি রইলো ঈদুল ফিতরের শুভেচ্ছা। ত্রাণ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, রতন আচার্য্য, সুভাষ বিশ^াস, বিশ^জিৎ পালিত, বিকাশ মজুমদার, নিধু বিশ্বাস, অনুপ রক্ষিত, সন্তোষ নন্দী, বিকাশ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি