জননেতা ইসহাক মিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

134

অবিনাশী ৭১ :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণপরিষদের সাবেক সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মো. ইসহাক মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত স্মরণসভা মরহুমের কবর স্থান প্রাঙ্গণে সংগঠনের সভঅপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য মো. জহির এর পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান খান, অহিদুল আলম শিমুল, যুবনেতা সিজার বড়ুয়া, মো. নিজাম উদ্দিন সুলতান, রাজেশ ইমরান, আবদুল আল মামুন, ইফতিয়ার সাঈদ সরদার, মো. জাবেদ, জয়নুদ্দীন জয়, মো. বাবর, সাফায়েত জামিল, আবদুল হক, প্রমুখ। সভার শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। মরহুম জননেতার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেণ মরহুমের জৈষ্ট্য সন্তান মো. রেদোয়ান ও মরহুমের কন্যা জাহেদা বেগম পপি। স্মরণসভায় বক্তারা বলেন- নির্লোভ আত্মপ্রচার বিমুখ মরহুম জননেতা ইসহাক মিয়া নিরলসভাবে আমৃত্যু জনকল্যাণে নিবেদিত ছিলেন। অসহায় মানুষের প্রতি তিনি ছিলেণ সবসময় সোচ্চার। লাল সবুজের এই পতাকায় প্রজন্ম যুগের পর যুগ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদ :
শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর শেখ মুজিব রোডস্থ ভাÐার মার্কেট প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসহাক মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং এক স্মরণ সভা সংসদের সভাপতি আকরাম হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের প্রধান পৃষ্ঠপোষক কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া। এতে আরও উপস্থিত ছিলেন সংসদের যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহ আলম, ২৪নং ওয়ার্ড যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. নুরুল আবসার, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম রিটন, মো. সাইফুল করিম, মো. আজিজুর রহমান, মো. মাহবুব আলম লিটন, মো. সাইফুল সহ আরও অনেক। এ সময় আলহাজ সৈয়দ মাহমুদুল হক বলেন বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ ইসহাক মিয়া একজন নির্লোভ ত্যাগী নেতা ছিলেন, রাজনীতিতে তিনি কখনও নিজের চিন্তা না করে সংগঠন এর জন্য ছিলেন নিবেদিত। ওনার মত সাহসী নেতা আর কখনো আমরা পাবোনা। তিনি অনেক বড় মাপের নেতা ছিলো। ওনার শুন্যতা আজ আমরা উপলব্ধি করতে পারছি। বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার আদর্শে আমরা আদর্শিত হবো এবং ওনার মতো সত্য ও ন্যায়ের পথে সকলকে এগিয়ে আশার আহবান জানান। বিজ্ঞপ্তি
সৈনিকলীগ :
গত ২৪ জুলাই শুক্রবার সকাল ১১ঘটিকায় বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি আলহাজ্ব ইসহাক মিয়ার ৩য় মৃত্যুবাষির্কীতে মরহুমের কবরে বিনম্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সংগ্রামী সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি জননেতা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাসুদ আকবরী চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান (পূর্ব), দক্ষিণ জেলা সহ-সভাপতি মোঃ আলম, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবুল, মহানগর জয় পরিষদ এর সভাপতি এস.এম.আবু ছালেক রিটু, মহানগর সৈনিকলীগের অর্থ সম্পাদক ভি,আই,পি মোঃ নুরনবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল শুক্কুর, দপ্তর সম্পাদক মো. আবু তাহের, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম, সহ-প্রচার সম্পাদক সাগর হোসেন রাজু, সহ-দফতর মো. ফয়সাল মাহমুদ, ডবলমুরিং সৈনিকলীগের নেতা মো. রায়হান সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি