জঙ্গীবাদ বিশ্ব শান্তির জন্য বড় হুমকি

72

জঙ্গীবাদ আজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথে বড় হুমকি হয়ে দাড়িয়েছে। ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মতাদর্শ বাস্তবায়নে যুগে যুগে শান্তির বাণি ছড়াতে রতি মহারতির আবির্ভাব হয়েছে। তাঁদের মধ্যে ইমাম আহমদ রেযা খান (রহ.) অন্যতম। সকল বাতিল মতাদর্শ/ মতবাদ থেকে বিশ্বের মুসলমানদের ঈমান-আক্বিদা রক্ষায় তাঁর ভূমিকা আজ সবার জন্য মডেল স্বরুপ। তাঁর লিখিত গ্রন্থ সমূহ আজ মুসলিম জাতির ঈমান-আক্বিদা রক্ষা কবচ। তাই হুব্বে মুস্তফা (দ.) পাক পাঞ্জাতন ও আ’লা হযরতের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে হকপন্থি পীর, ওলামা-মাশায়েখ, যুব-ছাত্র সমাজের বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরী। গত ২৯ মার্চ শুক্রবার চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন পরিষদ ময়দানে গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সহযোগিতায় মছলকে আ’লা হযরতের উপর প্রতিষ্ঠিত পাক পাঞ্জাতনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দা’ওয়াতে খায়ের মাহফিল ও সুন্নী সম্মেলন সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী সৈয়্যদ মুহাম্মদ আব্দুশ শাকুর রায়হান আযিযী নক্শবন্দি মুজাদ্দেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাহফিলে উদ্বোধক ছিলেন আঞ্জুমান ট্রাস্ট সদস্য ও গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর। প্রধান মেহমান ছিলেন ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন ছিপাতলি গাউসিয়া সুন্নিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। বিশেষ বক্তা ছিলেন আল-আমিন বারীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, খাটিরহাট এম.আই ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা আহমদ রেজা নক্শবন্দি। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, চন্দনাইশ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গফুর খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহকারী দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোরশেদুল হক, গাউসিয়া কমিটি বৈলতলী ইউনিয়ন শাখার উপদেষ্ঠা আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি আবুল কাশেম নুরী আদ্-দায়েমী, আনোয়ার হোসেন বাহাদুর, এড. মোজাম্মেল হক ফারুকী, এনামুল হক সওদাগর, আব্দুল গফুর মেম্বার, সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম, আব্দুস শুক্কুর, মিজানুর রহমান, পাক্ পাঞ্জতনের সভাপতি ডা. আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন চৌধুরী রিপন প্রমুখ। উল্লেখ্য যে, দাওয়াতে খায়ের মাহফিল ও সুন্নী সম্মেলনে শৃংঙ্খলা ও নিরাপত্তায় ১০০ জন পিএসএফ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি