ছয় মাসের জন্য মাঠের বাইরে লেরয় সানে!

23

২০১৯-২০ মৌসুমের হয়তো পুরোটা সময় দর্শক হয়ে কাটাতে হবে লেরয় সানেকে। ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন জার্মান উইঙ্গার। ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে ২৩ বছর বয়সী তারকার। ৮ আগস্ট কমিউনিটি শিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন সানে। পরীক্ষার পর জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে ম্যানসিটি উইঙ্গারের। আগামী সপ্তাহে বার্সেলোনার র্যামন কুগেত ক্লিনিকে তার সার্জারি হবে। সানের চোট নিয়ে সিটিজেন কোচ পেপ গার্দিওলা বলেন, ‘সাধারত এই ধরনের চোট থেকে সেরে উঠতে ছয় থেকে সাত মাস লাগে। আশা করি, ফেব্রæয়ারি বা মার্চে সে ফিরতে পারবে। এটা আমাদের জন্য খুবই খারাপ সংবাদ।’