ছয় ঋতুর মায়া

48

ছয়টি ঋতুর রূপের ছায়ায়
ছয়টি পাখির সুরের মায়ায়
আমার দেশটি গড়া
ভালোবাসায় ভরা।

গ্রীষ্ম আসে ফলের ভারে
বর্ষা নামে কদম ঝাড়ে
শাদা কাশের পাড়া
শরতে মনকাড়া।

হেমন্ততে সোনালি ধান
খেজুর রসে শীত আহŸান
ফাগুন আগুন রঙা
স্বপ্নও রঙ চঙা।

ছয় ঋতুর এই ছয়টি হাওয়া
নিয়ম করে আসা যাওয়া
প্রাণের মাঝে মেশে
আমার বাংলাদেশে।