ছুটির দিন

7

 

একটি খুশিময় শুক্রবারের সুন্দর সকালের জজবা নিয়ে ঘুম দিবো, এটাই স্বাভাবিক মনে করেছিলাম! কিন্তু, গিন্নির পেনপেনাতিতে ঘুম ভাঙলো তিক্ত আলস্যে! ওনি বাজারের লম্বা ফর্দ হাতে ধরিয়ে একটা ক্রুর হাসি উপহার দিলেন! আমি অগত্যা নিরূপায় হয়ে, থলে হাতে বেড়িয়ে পড়লাম, আল্লাহ ভরসা বলে। বাজার শেষে দোকানদারের দামের ফর্দ হাতে পেয়েই হালকা চিকন ঘাম শুরু, এই আগমনী শীতের স্নিগ্ধ হিমেল আভাতে-ও! কারণ জিজ্ঞেস করে শর্মিন্দা করবেন না!
আমি ছা-পোষা একজন শিক্ষক মানুষ, মাসের শুরুতে যে মাহিনা পাই, তা হতে বিভিন্ন খাতে বন্টনের পর, বাজার খাতে বরাদ্দকৃত অর্থের সিংহভাগই যে আজকে ব্যয় হওয়ার পথে! শুধু, একটা উদাহরণ নিন, যে আটা দু সপ্তাহ আগেও ৩৩ টাকা কেজি করে নিয়েছি, তা আজকে নিতে হয়েছে ৪০ টাকা করে! মানে প্রতি কেজিতে ৭ টাকা বেশি! ৫ কেজি আটাতে আমাকে বেশি দিতে হয়েছে মোট ৩৫ টাকা! মানে ৬ কেজির দাম দিয়ে ৫ কেজি পেলাম! বাকি আইটেম গুলোও স্বমহিমায় মহীয়ান! দোকানে বসেই চিন্তা করছিলাম, বাকি দিনগুলো কীভাবে পার করবো, আল্লাহ-ই জানেন! শুক্রবার আমার জন্য আনন্দের দিন হয়ে ধরা না দিয়ে বেদনা হয়ে ধরা দিয়েছে! আইয়ুব বাচ্চুর গানটি মনে পড়ে গেলো, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি!
এরকম কষ্টময় শুক্রবার-/ আরো আসুক এ ধরায় নেমে,
আমি যতই নেতিয়ে যাই, / কিংবা ক্লান্ত হই, চিকন ঘামে!