ছুঁতে চায় মন

32

স্মৃতির পাতাটি যেই উল্টাই
কিছু কিছু মুখ দেখি আর নাই।
থির চোখে চেয়ে রই থমকে
ভাবি আর শুধু উঠি চমকে।

কীভাবে যে কেটে গেল এদ্দিন!
বুকের ভেতর করে চিন চিন।
কিছু প্রিয় মুখ আজ হারিয়ে
দুখের বেদনা দিল বাড়িয়ে।

সেই মায়া মুখ কোথা গেল আজ
ভাবলেই কপোলেতে পরে ভাঁজ।
মামুন যে তেমনই প্রিয়জন
সৃষ্টিতে ডুবে ছিল যার মন।

গড়েছিল স্বপ্নের উদ্যান
শিশু ও কিশোর খুঁজে পেত প্রাণ।
সকলকে নিয়ে ও যে হাসতো
ফুল পাখি নদী ভালোবাসতো।

সেই হাসি অমলিন ছবিটায়,
অবুঝ মনটা ওকে ছুঁতে চায়।