ছিপাতলী মাদ্রাসায় আ’লা হযরত কনফারেন্স ও শোকরানা মাহফিল

28

ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসার উদ্যোগে ইমাম আ’লা হযরত শাহ আহমদ রেজা খান বেরেলভী (রহ.) এর বার্ষিক ফাতেহা শরীফ ও মাদরাসায় অনার্স বিভাগে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় কর্তৃক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় অনুমোদন দেওয়ায় আ’লা হযরত কনফরেন্স এবং শোকরানা মাহফিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদউদ্দীন (মাজিআ)’র সভাপতিত্বে ২৬ অক্টোবর সকাল ১০টায় ইমাম আহমদ রেজা (রহ.) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য দেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আল্-কাদেরী, আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা আবদুল মোস্তফা রেজভী, মাওলানা মোহাম্মদ শফিউল আলম আজিজি, মাওলানা মোহাম্মদ আবদুন নবী, এম এম মহিউদ্দীন, অধ্যাপক মাহফুজুল হক, মাওলানা মুঈনুদ্দীন খান মামুন আল্ কাদেরী, মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আল্ কাদেরী, মাওলানা মোহাম্মদ আসিফ সাইফুদ্দীন চৌধুরী, অধ্যাপক আলী আজগর প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শফিউল আজম।
বক্তারা বলেন, হযরত ইমাম আ’লা হযরত শাহ আহমদ রেজা খান (রহ.) ছিলেন সত্যিকার আশেকে রাসূল (দ.)। যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাযহাব-মিল্লাতের খেদমত করে নিজের জীবনকে উৎসর্গ করে যান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা ফরিদ উদ্দিন কোরআন-হাদিসের গবেষণালব্ধ জ্ঞান অর্জন করে দেশ-জাতি ও মাযহাব-মিল্লাতের খেদমতে আত্মনিয়োগের জন্য ছাত্রদের প্রতি তাগিদ দেন। বিজ্ঞপ্তি