ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৫

3

নিজস্ব প্রতিবেদক

নগরীতে বাসযাত্রী ও পথচারীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় একটি চক্র। সেই চক্রের ৫ সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৩টার দিকে কোতোয়ালী থানার মেরিনার্স রোডের এস আলম বাস ডিপোর সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ থানার নজির সওদাগর বাড়ির নজির সওদাগরের ছেলে মো. আব্দুর রহিম (৩৩), ভোলা জেলার চরফ্যাশন থানার মো. শাহজাহানের ছেলে নুর হোসেন (২৪), সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (২২), কুমিল্লা মুরাদনগর থানার রফিক মাস্টারের বাড়ির মো. বাবুলের ছেলে মো. রানা (২১) ও সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মো. মনু মিয়ার ছেলে মো. তুষার (১৯)।
গতকাল বুধবার কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, বাসযাত্রী ও পথচারীদের টার্গেট করে ছুরির ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে পালিয়ে যায় তারা। মেরিনার্স রোডে তারা ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি টিপ ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।