ছালেহ জহুর ওয়াজেদির ওরশের সভা

42

অলিয়ে কামেল সুলতানুল ওয়ায়েজিন শাহ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহসূফি আল্লামা ছালেহ জহুর ওয়াজেদির (রহ.) দুইদিনব্যাপী তৃতীয় বার্ষিক ওরশ শরিফ আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বায়েজিদ ওয়াজেদিয়াস্থ শাহ আমানত মসজিদ ও মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশ শরিফ সফল করার লক্ষ্য আল্লামা ছালেহ জহুর ওয়াজেদি (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রস্তুতি সভা নগরীর মুরাদপুরস্থ শাহ আমানত হজ্ব কাফেলা কার্যালয়ে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুহাম্মদ ইয়াছিন। এতে আলোচনায় অংশ নেন ডা. শেখ শফিউল আজম, মুহাম্মদ মহিউদ্দিন, এটিএম শাহজালাল, মুহাম্মদ সাইফুদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ নঈম উদ্দিন জহুর, হাফেজ মাওলানা শিব্বির আহমদ আহমদ ওসমানি প্রমুখ।
দুইদিনব্যাপী ওরশের প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন মজিদ, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প, গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ক্বিরাত,হিফজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, রাতব্যাপী হামদ, না’ত জিকির মাহফিল। বিজ্ঞপ্তি