ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা

31

বোয়ালখালীতে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা মোকাবেলা ও জোর পূর্বক ভূমি দখলকারীদের প্রতিরোধ করতে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্র যুব ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দরা। গত ১ ফেব্রæয়ারি উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ছাত্র যুব ঐক্য পরিষদের বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরোজ চৌধুরী। যুগ্ম সম্পাদক অরবিন্দ চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি সাজিব বৈদ্য, বোয়ালখালী উপজেলার সহ-সভাপতি মিল্টন চৌধুরী, বিধান মোহরের, বিশুরাম বসু সাটু, সাধারণ সম্পাদক ডা. প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক টিংকু দে, আইন বিষয়ক সম্পাদক অমিত লালা, প্রচার সম্পাদক বিকাশ নাথ, নির্বাহী সদস্য হিরো সিকদার, অনুপম চৌধুরী, উৎপল চৌধুরী মিঠু, রিপন চক্রবর্তী, ছোটন দাশ প্রমুখ। উল্লেখ্য, ৩১ জানুয়ারী বৃহস্পতিবার শাকপুরা ইউনিয়নের পূর্ব শাকপুরায় সনাতনী সম্প্রাদায়ের পারিবারিক শশ্মান জোরপূর্বক দখল করে ফেলে। এঘটনায় ছাত্র যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা থানা অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলামের সাথে সাক্ষাৎ করে এ ঘটনা সুষ্ট তদন্ত করে দোষিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করলে তিনি উভয় পক্ষের কাগজপত্র যাচাই বাচাই করে বিষয়টি সমাধানের পর্যায়ে নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি