ছাত্র ফ্রন্ট নগর ও বিশ্ববিদ্যালয় শাখার কনভেনশন

46

শিক্ষার বানিজ্যিকীকরণ ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর ও বিশ্ববিদ্যালয় শাখার কনভেনশন অনুষ্ঠিত মহান শিক্ষা দিবসের চেতনাকে উর্ধ্বে তুলে ধরে এবং শিক্ষার বানিজ্যিকীকরণ ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর ও বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রামের প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আঞ্চলিক শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর কমিটির সভাপতি আরিফ মঈনুদ্দিন এর সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রিগ্যান মজুমদার, চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী এড. বিশুময় দেব, সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক প্রবাল মজুমদার, অভিভাবক কাজী শহীদুল হক স্বপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জয়দ্বীপ ভট্টাচার্য। কনভেনশন পরিচালনা করেন নগর কমিটির সহ-সভাপতি দীপা মজুমদার এবং কী-নোট পেপার পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ খন্দকার। কনভেনশনের শুরুতে গান পরিবেশন করে নগরের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের একটি দল। রিগ্যান মজুমদার বলেন, “অনেক উন্নত দেশই শিক্ষাকে মৌলিক অধিকার দিয়ে অগ্রাধিকার দিয়ে এগিয়ে গিয়েছে। আমাদের মতো দেশে সার্বিক অগ্রগতির জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কোন বিকল্প নেই। শুধু তাই নয়, শিক্ষার মর্মবস্তুতে বিজ্ঞানমনষ্কতা প্রতিষ্ঠিত করতে হবে। এডভোকেট বিশুময় দেব বলেন, “বর্তমান সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে চরম মাত্রায় দূর্বিত্তায়ন, দূর্নীতি ও লুটপাট চলছে; তারই ধারাবাহিকতা শিক্ষাব্যবস্থাকেও জর্জর করে তুলছে। বিজ্ঞপ্তি