ছাত্রসেনার প্রতিবাদ সমাবেশ

62

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার বলেছেন, সম্প্রতি এশিয়ার ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসনে বিস্মিত তাবৎ বিশ্ব। ভারতীয় সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্বতন্ত্র মর্যাদা দেয়া হয়েছে, যা কখনো সংশোধন, বাতিল বা রদ করা যাবে না। তথাপি নরেন্দ্র মোদির সরকার অন্যায়ভাবে সেই সাংবিধানিক ধারা বাতিল এর মধ্য দিয়ে কাশ্মীরি জনগণের অধিকার খর্ব করে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা দেয়। তিনি ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ৯ আগস্ট শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
ছাত্রসেনার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি খ.ম.জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব রাশেদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ কাজী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম. মুজিবুল হক শুক্কর, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জসীম উদ্দীন তৈয়বী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী মুহাম্মদ আহসানুল আলম, এস.এম. আবু সাদেক সিটু, আহমদ রেজা, কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এম.আব্দুল মালেক রেজভী, মহানগর সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, এম.মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন। বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর সভাপতি কাজী সুলতান আহমদ, চবি সভাপতি মুহাম্মদ ইমদাদুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট মিরসরাই উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ রফিকুল ইসলাম,আলাউদ্দীন আজাদ, সাংবাদিক এম. আতিকুল্লাহ চৌধুরী,এইচ এম. নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি ইউসুফ কবীর প্রমুখ। সমাবেশ শেষে জমিয়তুল ফালাহ থেকে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি