ছাত্রসেনার চার দশক পূর্তিতে ৪ দিনের কর্মসূচি

86

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠার চার দশককে বর্ণাঢ্যভাবে উদ্যাপনে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ১৮-২১ জানুয়ারি পর্যন্ত চারদিনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ছাত্রসেনার দ্বিতীয় শহীদ মুহাম্মদ লিয়াকত আলী (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে প্রথম দিনের কর্মসূচি।
কর্মসূচিতে ছাত্রসেনার ইতিহাসের সকল শহীদের কল্যাণ কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, মুনাজাত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। দ্বিতীয় দিন নগরীর গরিব-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। নগরীর ১৫টি স্পটে শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা কার্ড, প্রচারপত্র, কলম, মাস্ক ও রুটিন বিতরণ করা হবে তৃতীয় দিনের কর্মসূচিতে। ২১ জানুয়ারি আন্দরকিল্লা চত্বরে দুপুর ২টা থেকে ছাত্রসমাবেশ ও আনন্দ র‌্যালি হবে। কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার সাবেক-বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্ববান জানিয়েছেন মুহাম্মদ গোলাম মোস্তফা ও মুহাম্মদ এরশাদুল করিম। বিজ্ঞপ্তি