ছাত্রলীগের নতুন কমিটিতে ১৭ দাগিকে চিহ্নিত

43

৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কগঠনের পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে নানা অভিযোগে দাগি হিসেবে ১৭ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছেন ছাত্রলীগের শীর্ষনেতারা। দাগিদের কমিটি থেকে বাদ দেওয়ার পাশাপাশি কমিটি নিয়ে আপত্তি জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সম্মেলনের এক বছর বাদে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর গত দু’দিন ধরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গত বুধবার মধ্যরাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈকার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসেন ছাত্রলীগের শীর্ষনেতারা।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘মুক্তযুদ্ধের চেতনাবিরোধী, বিবাহিত, অছাত্র, মামলার আসামিসহ নানা অযোগে অক্ত ১৭ জনের নাম আমরা প্রাথবে পেয়ে। তথ্য-প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অক্তদের বহিষ্কারের মাধ্যমে পদ শূন্য ঘোষণা করে বঞ্চিতদের স্থান করে দেব’। ওই ১৭ জনের নামও তুলে ধরেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তারা হলেন সহ-সভাপতি তানজিল ভূইয়া তান, সুরঞ্জন ঘোষ, আরেসিদ্দক সুজন, আকুর রহমান খান, বরকত হাওলাদার, শাহবিদ্যুৎ, মাহমুদুল হাসান তুষার, আইসলাম বুলবুল, তৌকুল হাসান সাগর, সাদক খান, সোহানী হাসান তিথ, মুনমুন নাহার বৈশাখী, দপ্তর সম্পাদক আহসান হাবীব, উপ-সম্পাদক রু চৌধুরী, আফলাবনী।
কমিটি নিয়ে বিরোধিতাকারীদের হুঁশিয়ার করে রাব্বানী বলেন, ‘আমরা স্পষ্ট বলতে চাই, সারা দেশে সবার প্রত্যাশা পূরণ নাও হতে পারে, প্রদের ভাষা হতে হবে গণতান্ত্রিক। যারা সংগঠনে বিশৃঙ্খলা করেছে তাদের ছাড় দেওয়া হবে না, তাদেরও বহিষ্কার করা হবে’। খবর বিডিনিউজের
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপ রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে যেমন বষ্কার করা হবে, যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকেও বষ্কার করা হবে’। খবর বিডিনিউজের
দেরিতে কমিটি গঠনের পরও কেন এতো অযোগ- জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সদ্য সাবেকদের কাছ থেকে সহযোপাইবলেই এমন হয়েছে’। ছাত্রলীগের সভাপ শোভগঠনতন্ত্র লঙ্ঘন করে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। কথিত স্ত্রীর সঙ্গে তার ছবিও ফেসবুকে দিচ্ছেন অনেকে। এ বিষয়ে শোভন বলেন, ‘বান্ধথাকতে পাবে না, এমনছাত্রলীগের কোথাও নেই। পদ চলে গেলে জানতে পারবেন সে কে?’
সাধারণ সম্পাদক রাব্বানীর বিরুদ্ধে মাদক সেবনের অযোএসেছে। এ বিষয়ে তিবলেন, ‘আ২৪ বার রক্ত দিয়েছি। মাদকাসক্ত হলে রক্ত দিতে পারতাম না। আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে’।