ছবি

26

দেয়ালঘড়ির দিকে তাকালে
দুঃখগুলো ময়না-ঠুকে ঠুকে
বারোমাসি বরই ফেলে;
দীর্ঘশ্বাসে পাতা নড়ে –
নাসারন্ধ্রে
কোল্ডড্রিংকসের বুদবুদ,

হাত ধরাধরি করে পার্বতী
দেবদাস ইছামতী ঘাটে
কাশফুলের সাঁকো পার হলে
শিউলিঝরা দিনে কৃষাণি
হাসিখুশি ফটো,
শুকোতে দেয় জরিমাখা রোদ্দুরে;

পরদেশি মেঘ নদীর ওলানে
শ্বেত বেড়াল।
দূরাগত কলঘরের শব্দ,
বেহাগ বৈঠার সুর –
কিশোরীর ঘুঙুর হয়ে, ঝুমঝুম বাজে
অলীক ডমরু –