ছত্রপাড়ায় অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রমে ধর্মসভা

52

রাউজান ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী রাধাকৃষ্ণ সেবাশ্রমে তিন দিনব্যাপী ধর্মসভা, অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গত রবিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হোসেন রেজা। মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি বাবু শীলের সভাপতিত্বে ও ডা. প্রদীপ শীলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র (৩) জান্নাতুল ফেরদৌস ডলি, ডা. সুজিত দত্ত, অধ্যাপক দিলিপ ধর, কালিপদ ঘোষ, সুশান্ত সোনা, কানাই রাম চৌধুরী, অরুন বিজয় দাশ ও ডা. রাখাল দাশগুপ্ত। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রতন পাল, অপূর্ব দাশ, ডা. তাপন কুমার দাশ, সুব্রত দাশ শুভ, অরুন দাশ, সহ সাধারণ সম্পাদক সাজু কান্তি দাশ, অন্তু দাশ, কোষাধ্যক্ষ দীলিপ দাশ, সহ-কোষাধ্যক্ষ সজীব দাশ, সাংগঠনিক সম্পাদক সৈরভ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক চন্দন কান্তি দাশ, প্রচার সম্পাদক বাসু দাশ প্রমুখ।

বোয়ালখালী কালাচাঁদ
ঠাকুরের বার্ষিক মহোৎসব ২৮ ফেব্রুয়ারি শুরু

বোয়ালখালীতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরের ৩ দিন ব্যাপী বার্ষিক মহোৎসব আগামী বৃহস্পতিবার থেকে উপজেলার পোপাদিয়াস্থ ঠাকুরবাড়ী অঙ্গণে শুরু হচ্ছে। ২ মার্চ দিবাগত ভোর রাতে ঠাকুরের বার্ষিক মহোৎসবের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবত গীতা পাঠ, চন্ডী পাঠ, ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও দুপুর রাতে প্রসাদ বিতরন। অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বাউল ও মরমী গান পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী ও বাউল গবেষক ফকির সাহাবুদ্দিন। বিজ্ঞপ্তি