ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৪ বিএসএফ নিহত

43

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার কানকের জেলায় এ গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে বিএসএফের আরও অন্তত দুই সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
লোকসভা নির্বাচন শুরুর কয়েক দিন আগে এ গোলাগুলির ঘটনা ঘটল। গত বছর রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের আগের দিনও বিএসএফের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়েছিল।
পুলিশ বলছে, বৃহস্পতিবারের এ বন্দুকযুদ্ধ তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। বিএসএফের তল্লাশি অভিযানের সময় মাওবাদীরা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয় বলেও জানিয়েছে তারা। ২০১৪-র লোকসভা নির্বাচন চলাকালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১২ জন নিহত হন।