চ্যাম্পিয়ন সিটিকে হারিয়ে নবাগত পাইরেটস্ অব চিটাগংয়ের শুভসূচনা

39

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-ইস্পাহানী প্রিমিয়ার ক্রিকেট লিগ গতকাল সকালে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস, মিনহাজ উদ্দিন আহমেদ, সিজেকেএস যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর আবদুল্লাহ্ আল মামুন, মো. ইসমাইল বালি, রাশেদুর রহমান মিলন প্রমুখ।
উদ্বোধনী খেলায় শিরোপাধারী সিটি কর্পোরেশন একাদশকে হারিয়ে শুভ সূচনা করেছে প্রিমিয়ার লিগে নবাগত পাইরেটস অব চিটাগাং। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিটি কর্পোরেশন একাদশ ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে। দলের হয়ে রানা ২৪, সাব্বির ১৪,রবিন ৪৫, মঈনুল ৪৫, মেহেদী ৪৯, শহিদ ১৭, আরিফ ১৪, মনজু ২১ রান করেন। পাইরেটসের হয়ে ওয়াহিদুল দুটি এবং বেলাল, অংকুমান, রেজাউল রাজিব, আবদুল কাদের রাসেল এবং আশরাফুল প্রত্যেকে একটি করে উইকেট নেন। ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পাইরেটস অব চিটাগাং ৪৩.৩ ওভারে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন আরমান উল্লাহ্। এছাড়া পেয়ার মোহাম্মদ সৌরভ ৩৫, আসিফ ৩১, রেজাউল রাজিব ১২, আশরাফুল সৈকত ২৮ ও আবদুল কাদের রাসেল ৩১ রান করেন। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে মনির ও আরাফাত দুটি করে এবং রনি, শহিদ ও সাব্বির একটি করে উইকেট নেন।
আজকের খেলা: এফএমসি বনাম শতদল ক্লাব।