চ্যাম্পিয়ন অর্নব ক্লাব

18

নগরীর চান্দগাঁও স্পোর্টস অ্যাকাডেমির আয়োজনে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বঙ্গবন্ধু উন্মুক্ত সেপাক টাকরো টুর্নামেন্ট গতকাল সম্পন্ন হয়েছে। অর্নব ক্লাব, মল্লিকা রেসিডেন্সিয়াল স্কুল, মুক্তকণ্ঠ গ্রীণ, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল, দক্ষিণ হালিশহর টাকরো ক্লাব, মিসকাত স্পোর্টিং ক্লাব, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, রেইনবো গ্রামার স্কুল ও চট্টগ্রাম টাকরো ক্লাবসহ নয়টি দল নিয়ে চান্দগাঁও আবাসিক এলাকা ক্রীড়া কমপ্লেক্সে তীব্র প্রতিন্দ্বিতামূলক খেলার ফাইনালে মিসকাত স্পোর্টিং ক্লাবকে ২-১ সেটে পরাজিত করে অর্নব ক্লাব চ্যাপিয়ন হয়।
যৌথভাবে ৩য় স্থান অর্জন করে চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, ও চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিসকাত স্পোর্টিং ক্লাবের জাহেদ ও মল্লিকা রেসিডেন্সিয়াল স্কুলের সাহেদ। চান্দগাঁও স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি নিজাম উদ্দিন নিজুর সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চান্দাগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির অর্থ সম্পাদক নরুল আবছার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়শনের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল করিম সোহেল, সিজেকেএস হকি কমিটির যুগ্ম-সম্পাদক এস এম ইকবাল মোরশেদ, কল্যাণ সমিতির তারিকুল ইসলাম সেন্টু, আসিফ জুয়েল, সাইফুল্লাহ মুনির, মোহাম্মদ জিয়াউর রহমান, আল মামুনুল করিম বিদ্যুৎ, চৌধুরী আশেক মাহমুদ, শাহীন মোহাম্মদ নরুল আক্তার, মো. আবুদাউদ রোকন, আবুল কাসেম, মুহাম্মদ শমশুল আলম, রুপম হুমায়ুন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাব্বির। বিজ্ঞপ্তি