চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ঘুরে দাঁড়ানোর মিশন

19

নেইমার-কাইলিয়ান এমবাপেকে ছাড়াই পিএসজি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। প্যারিসের ওই ধাক্কা কাটিয়ে উঠতে আজ ঘরের মাঠে মাদ্রিদের ক্লাবটির প্রতিপক্ষ ক্লাব ব্রæজ। বাংলাদেশ সময় রাত ১০-৫৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টু চ্যানেলে। বেলজিয়াম প্রো লিগে শীর্ষে থাকা ক্লাব ব্রæজ আগের ম্যাচে ৫-০ গোলে মেকেলেনকে উড়িয়ে নিয়েছে প্রস্তুতি। মাদ্রিদ ডার্বিতে রিয়াল না জিতলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ জিদান। লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তার।
একই সময় টটেনহাম ঘরের মাঠে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখকে।
আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে ডায়নামো জাগরেবকে। অ্যাতলেতিকো মাদ্রিদ প্রথম জয়ের খোঁজে নামবে লোকোমোতিভ মস্কোর মাঠে। আর ফর্মের তুঙ্গে থাকা পিএসজি আতিথ্য নেবে গ্যালাতাসারাইয়ের মাঠে।