চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ ম্যানসিটি!

26

চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আনন্দের রেশ এখনো কাটেনি। কিন্তু সেই আনন্দ মাটি হতে বসেছে ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হতে পারে সিটিজেনরা। পেপ গার্দিওলার অধীনে টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। গত মৌসুমের মতো এবার ইএফএল কাপও ঘরে তুলেছে তারা। কিন্তু ইতিহাদের ক্লাবটির অভাব কেবল চ্যাম্পিয়নস লিগের। গার্দিওলাও এখনো সিটির অধরা আশাটুকু পূর্ণ করতে পারেনননি। তার মধ্যে উল্টো ঝামেলায় পড়তে যাচ্ছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গার্দিওলার শিষ্যদের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠেছে সিটির বিপক্ষে।
উয়েফার তদন্তে বেরিয়ে এসেছে, ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার (দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (এফএফপি) ভঙ্গ করেছে সিটি। অভিযাগটি প্রমাণিত হলে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হতে পারে গার্দিওলার শিষ্যদের। এমনকি ইউরোপা লিগেও একই ফল বরণ করতে হবে তাদের।