চোট জর্জর আবাহনীকে নিয়েও আশাবাদী কোচ

14

এএফসি কাপে প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে নকআউটে আবাহনী লিমিটেড। ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে তাদের সামনে এপ্রিল টোয়েন্টি ফাইভ। একে তো উত্তর কোরিয়ার এই ক্লাব কঠিন প্রতিপক্ষ, অন্যদিকে দলে চোটের হানা আবাহনীকে আরও ভাবিয়ে তোলার কথা। পূর্ণ শক্তির দল না পেলেও কিন্তু নিরাশ হচ্ছেন না কোচ মারিও লেমস।
আজ প্রথম লেগ হবে দেশের মাটিতে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী স্বাগত জানাবে আনুষ্ঠানিকভাবে ৪.২৫ স্পোর্টস ক্লাব নামে পরিচিত দলকে। গতবারের ইন্টার জোনের ফাইনালিস্টের বিপক্ষে জেতা সহজ হবে না মানছেন লেমস। তার ওপর মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে ইনজুরি ও কার্ড সমস্যা। নিয়মিত তিন খেলোয়াড়কে এই ম্যাচে পাচ্ছে না আবাহনী। লিগামেন্টের অস্ত্রোপচার করানোয় দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দুই ডিফেন্ডার তপু বর্মণ ও আতিকুর রহমান ফাহাদ। এক সপ্তাহ আগে অনুশীলনের সময় পায়ে চোট পান মিডফিল্ডার মামুনুল ইসলাম। আবাহনীতে যোগ দিয়ে প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে না মিশরের আলা এলদিন নাসেরের। গত টুর্নামেন্টে মালদ্বীপের টিসি স্পোর্টসের হয়ে তিনি লাল কার্ড পান। সব মিলিয়ে অনেকটা ভঙ্গুর দল নিয়ে কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে আবাহনী। তবে দলের পর্তুগিজ কোচ অন্যদের ওপর আস্থা রাখতে চাইছেন।