চেয়ারম্যান বাবুলসহ মনোনয়নপত্র সংগ্রহ তিন প্রার্থীর

54

রাউজান উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফরম সংগ্রহ করেছেন তিন প্রার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম মিনা ফরম সংগ্রহ করেন।
এর আগে উপজেলা চেয়ারম্যান পদে এহেসানুল হায়দর চৌধুরী বাবুল দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন। কিন্তু ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম মিনা রাউজান উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী নির্ধারিত হয়ে গতকাল মঙ্গলবার স্বস্বভাবে উপস্থিত হয়ে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য কামরুল হাসান বাহাদুর, পৌর প্যানেল মেয়র (৩) জান্নাতুল ফেরদৌস ডলি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, হলদিয়া এয়াছিন নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি একেএম তৌহিদুল হায়দর চৌধুরী, কাউন্সিলর নাছিমা আকতার, জেবুন্নেছা, প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, আওয়ামী লীগ নেতা এস.এম বাবর, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা পরাগ ধর তপু মেম্বার, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মনছুর, সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু, মুহাম্মদ তসলিম উদ্দিন, মুহাম্মদ ওসমান, জামাল উদ্দিন, রাশেদ, সাবেক হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রবাসি মুহাম্মদ আবুল মনসুর, বর্তমান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ জাবেদ, সহ-সভাপতি শাহাদত হোসেন, মেম্বার সবুজ বড়–য়া, এস এম মুসা প্রমুখ।