চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

37

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় তিন পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বুধবার বিকাল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নব বিন্দু নারায়ন চাকমার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এ সময় প্রার্থীর কর্মী ও সমর্থকগণও উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, তফশিল ঘোষণার পর থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা আহমদ ও মো. আলমগীর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিজনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ও তাঁতী লীগ নেত্রী সোলতানা নাজমা। ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী ও আজিজনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সামশুল ইসলাম রয়েছেন। সাতজন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দানের শেষ দিন, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ১৮ মার্চ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।