চেহেল, ধোনির নৈপুণ্যে ওয়ানডে সিরিজ ভারতের

29

অস্ট্রেলিয়ায় সেরা বোলিংয়ের রেকর্ড স্পর্শ করা যুজবেন্দ্র চেহেল লক্ষ্যটা রাখলেন নাগালে। কেদার যাদবের সঙ্গে অবিচ্ছিন্ন শতরানের জুটিতে দলকে পথ দেখালেন মহেন্দ্র সিং ধোনি। তাদের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিল ভারত। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। ২৩১ রানের লক্ষ্য চার বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে সফরকারীরা। এর আগে একই ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৮.৪ ওভারে ২৩০ (কেয়ারি ৫, ফিঞ্চ ১৪, খাওয়াজা ৩৪, মার্শ ৩৯, হ্যান্ডসকম ৫৮, স্টয়নিস ১০, ম্যাক্সওয়েল ২৬, রিচার্ডসন ১৬, জ্যাম্পা ৮, সিডল ১০*, স্ট্যানলেক ০; ভুবনেশ্বর ২/২৮, শামি ২/৪৭, শঙ্কর ০/২৩, যাদব ০/৩৫, জাদেজা ০/৫৩, চেহেল ৬/৪২)
ভারত: ৪৯.২ ওভারে ২৩৪/৩ (রোহিত ৯, ধাওয়ান ২৩, কোহলি ৪৬, ধোনি ৮৭*, যাদব ৬১* রিচোর্ডসন ১/২৭, সিডল ১/৫৬, স্ট্যানলেক ০/৪৯, ম্যাক্সওয়েল ০/৭, জ্যাম্পা ০/৩৪, স্টয়নিস ১/৬০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত
ম্যান অব দ্য ম্যাচ: যুজবেন্দ্র চেহেল; ম্যান অব দ্য সিরিজ: মহেন্দ্র সিং ধোনি