চুয়েট উপাচার্যের জন্মদিন উদ্যাপন

32

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের ৬২তম জন্মদিন উদ্যাপন করেছে চুয়েট পরিবার। বুধবার সকালে ভাইস চ্যান্সেলর কার্যালয়ে চুয়েট পরিবারের সদস্যদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ১৯৫৮ সালের ১ জানুয়ারি রাঙ্গুনিয়ার মরিয়মনগরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আবদুল হোসেন, মাতা মরহুমা খায়রুন্নেসা। চট্টগ্রামের তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে চুয়েট) ছাত্র হিসেবে ১৯৭৯ সালে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কৃতিত্বের সাথে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে ৫টি মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। ১১টি জার্নালে তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ হয়। তার প্রধান গবেষণা ক্ষেত্র হলো-Plasma Physics, Feedback System & Control Engineering, Modern Electronics প্রভৃতি। চুয়েটের ৫ম ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের গতিশীল নেতৃত্বে দেশের দক্ষিণাঞ্চলের প্রকৌশল শিক্ষা ও গবেষণার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে চুয়েট এগিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি