চুয়েটে ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স শুরু আজ

48

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে পুরকৌশল খাতের অগ্রগতি শীর্ষক তিনদিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসিই-২০১৮’ আজ থেকে শুরু হচ্ছে। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। অনুষ্ঠানে গেস্ট অব অনার থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করবেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মো.মইনুল ইসলাম। এবারের কনফারেন্সে বাংলাদেশসহ ১০টি দেশের যন্ত্রকৌশল বিষয়ের অন্তত কয়েকশত শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশগ্রহণ করবেন। যেখানে পুরকৌশল সম্পর্কিত ৬ টি বিষয়ে মোট ২৩ টি সেশনে ১৮৭ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে চট্টগ্রামের জলাবদ্ধতা, ভুমিকম্প, যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা, টেকসই নির্মাণ প্রকৌশলসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্ব পাবে। এ উপলক্ষ্যে গতকাল চুয়েটের প্রশাসনিক ভবনে নবনির্মিত কাউন্সিল কক্ষে সকাল সাড়ে ১১ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মো.মইনুল ইসলাম। সার্বিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কনফারেন্স সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য। এ সময় সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় কনফারেন্সে স্ট্রাকচারাল এন্ড আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৫৩টি, জিও-টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২২টি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩৩টি, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২৩টি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪১টি, সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে ১৫টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হবে। এইকসাথে পুরকৌশল খাতের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যত প্রবণতাসমূহ নিয়ে বিশদ আলোচনা, তথ্য-উপাত্ত ও অভিজ্ঞতা বিনিময় হবে। কনফারেন্সের সমাপনী দিনে আগামীকাল সন্ধ্যায় নগরীর রেডিসন বøু চট্টগ্রাম বে ভিউ’র মেজবান হলের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকছে- কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড। খবর বিজ্ঞপ্তির