চুয়েটে স্যানিটেশন পানি ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

44

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর)-এর আয়োজনে ‘দৈনন্দিন জীবনে পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির অভিযোজন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিইএসইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. স্বপন কুমার পালিতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন চট্টগ্রাম ওয়াসা’র প্রধান প্রকৌশলী জনাব কাজী ইয়াকুব সিরাজদ্দৌলা, চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল ও অধ্যাপক ড. আসিফুল হক। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান সরকার সম্প্রতি গ্রামকে শহর করার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম নগরীর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পানি ও স্যানিটেশন ব্যবস্থা। তবে গ্রামাঞ্চলে পানির সমস্যা তেমন প্রকট না হলেও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এখনো অপ্রতুল। সেজন্য সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। চুয়েটের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার সে লক্ষ্যে কাজ করছে। এ ধরণের কর্মশালার মাধ্যমে স্যানিটেশন ও স্বাস্থ্যব্যবস্থায় আধুনিকায়ন ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে ফলপ্রসু কিছু বেরিয়ে আসবে বিশ্বাস করি। বিজ্ঞপ্তি