চুয়েটে বিআরটিসির সাথে বেজার মতবিনিময়

48

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং এন্ড কনসালটেশন (বিআরটিসি)-এর সাথে বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ (বেজা)-এর ‘নাফ ট্যুরিজম পার্কে ক্যাবল কার নির্মাণের লক্ষ্যে কারিগরি সহায়তা’ প্রকল্প বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বেজা’র পক্ষ থেকে যুগ্ন-সচিব ও জেনারেল ম্যানেজার এম. শোহেলুর রহমান চৌধুরী, উপ-সচিব মো. এ. আলিম খান এবং বেজা’র কনসালট্যান্ট নাসিরুদ্দিন আল চৌধুরী উপস্থিত ছিলেন। চুয়েটের পক্ষে বিআরটিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, প্রজেক্ট টিম লিডার অধ্যাপক ড. মাহমুদ ওমর ইমাম, প্রজেক্ট কোর্ডিনেটর অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনসহ পরামর্শক সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সম্মানিত বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে ভিডিওচিত্রের মাধ্যমে প্রকল্পের একটি খসড়া চিত্র উপস্থাপন করেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক কানু কুমার দাশ। পরে স্থাপত্য, পুরকৌশল, যন্ত্রকৌশল ও ইলেকট্রিক্যাল প্রকৌশলের বিভাগের প্রতিনিধিগণ প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে নিজেদের আলাদা-আলাদা পরামর্শ ও পরিকল্পনা তুলে ধরেন। এ সময় চুয়েটের পক্ষ থেকে বেজা কর্তৃপক্ষের কাছে সর্বোচ্চ পেশাদার পরামর্শ সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করা হয়। অন্যদিকে বেজা’র পক্ষ থেকে জেনারেল ম্যানেজার এম. শোহেলুর রহমান চৌধুরী চুয়েটকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি