চুয়েটে ‘উদ্ভাবকের খোঁজে সিজন-২’ কর্মশালা

38

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘আপনার উদ্ভাবন, দেশের সম্ভাবনা’ শ্লোগানে সরকারের আইসিটি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচী’র উদ্যোগে প্রযুক্তি বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো “উদ্ভাবকের খোঁজে সিজন-২” এর চট্টগ্রাম অঞ্চলের ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ এপ্রিল চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় এটুআই’র পক্ষ থেকে রিয়েলিটি শো’র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এটুআই’র আই-ল্যাবের হেড অব টেক জনাব ফারুক আহমেদ জুয়েল, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এ্যাসিট্যান্ট ওয়াহিদুন নবী মিঠুন এবং এটুআই’র এইচডি মিডিয়ার প্রতিনিধি ফাতেমা আকতার ঝুমকি। কর্মশালায় চুয়েটের পক্ষ থেকে ফোকাল পারসন ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও সহযোগী ফোকাল পারসন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রুবাইয়াৎ তানভীর হোসাইন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়েল বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আগামী ২২ এপ্রিল চট্টগ্রাম অঞ্চলের চূড়ান্ত অডিশন রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি