চুয়েটের ইসিই অনুষদের কনফারেন্স শুরু আজ

40

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই) অনুষদ-এর উদ্যোগে আজ ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যটননগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স। এই কনফারেন্সে বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন প্রভৃতি বিষয়ে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন গতকাল বুধবার কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্সের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। তিনি বলেন, চুয়েট তড়িৎ ও কম্পিউটার কৌশল বিষয়ে শিক্ষা এবং গবেষণায় নানা অগ্রগতি লাভ করেছে। এই চুয়েটেই নির্মিত হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর। এটি ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং এখাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে মাইলফল হিসেবে থাকবে। আমরা এ অগ্রযাত্রা ধরে রাখার অংশ হিসেবে বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক সেমিনার/কনফারেন্সও নিয়মিতভাবে আয়োজন করছি। আসন্ন কনফারেন্সে ৪র্থ শিল্প বিপ্লবসহ তড়িৎ ও কম্পিউটার কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হবে। তিনি বলেন, কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং বিশেষ অতিথি থকেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কনফারেন্সের আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. রুবাইয়াৎ তানভীর হোসেন, চুয়েটের আইআইসিটি-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মীর মু. সাক্বী কাওসার, সহকারী রেজিস্ট্রার ফজলুর রহমান। বিজ্ঞপ্তি