চুনতিতে সীরতুন্নবী মাহফিল রবিবার শুরু, প্রস্তুতি সম্পন্ন

26

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল ১০ নভেম্বর রবিবার হতে শুরু হচ্ছে। এদিন জোহর নামাজের পর চুনতি সীরত ময়দানে মাহফিল উদ্বোধন করবেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। সীরতুন্নবী (সা.) মাহফিল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। গত ৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সীরত কার্যালয়ে আয়োজন করা হয় এ মতবিনিময় সভা। মাহফিল মতোয়াল্লী কমিটির কর্মকর্তা শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনা, ব্যবস্থাপনা ও এবারের ব্যয় সম্পর্কে তথ্য তুলে ধরেন বক্তারা। মতবিনিময় সভার সঞ্চালক ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাহফিল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা জাহেদুর রহমান, আরিফুল ইসলাম, আলাউদ্দিন মুহাম্মদ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংবাদিক আবদুল জব্বার ফিরোজ, মো. জমির উদ্দিন ও মো. কামরুল হুদা প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, ১৯ দিনব্যাপী ৪৯তম এবারের মাহফিলের প্রস্তুতিকাজ প্রায় শেষ। এবারের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। ধর্মপ্রাণ লোকজনসহ চুনতি শাহ ছাহেব কেবলার ভক্তরাই এ ব্যয় নির্বাহ করে থাকেন। দেশের বিভিন্ন স্থানে ব্যবস্থাপনা কমিটির উপ-কমিটি রয়েছে ৭শ। শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ.) শাহ কেবলা চুনতি, সীরতুন্নবী (সা.) মাহফিলের গোড়াপত্তন করেন ১৯৭২ সনে। মাহফিলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তিনি গড়ে তুলেন ১৩ একর আয়তনের বিশাল এক সীরত ময়দান। ময়দানের পশ্চিম প্রান্তে রয়েছে মসজিদে বায়তুল্লাহ। বিজ্ঞপ্তি